Breaking News

বুলবুল টুম্পা পেলেন রেড লাইভ এশিয়ান অ্যাওয়ার্ড

বুলবুল টুম্পা পেলেন রেড লাইভ এশিয়ান অ্যাওয়ার্ড

প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার ও মডেল বিবি রাসেলের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন র‌্যাম্প মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা। রেড লাইভ এশিয়ান অ্যাওয়ার্ডের আয়োজনে বিচারক হিসেবে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। গত ১০ অক্টোবর রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এ আয়োজন। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার পেয়ে বুলবুল টুম্পা বলেন, 'শো স্টপার ও বিচারক হিসেবে পুরস্কার পেয়ে ভীষণ ভালো লাগছে। বিশেষ করে বিবি আপার হাত থেকে পুরস্কার নিয়ে বেশি ভালো লাগছে। আমি সব সময় ইতিবাচক চিন্তা করতে ভালোবাসি। নতুনদের ভালো কাজ করতে উৎসাহ প্রদান করি। তার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেয়ে আমি আনন্দিত।'
বিচারক ছাড়াও রেড লাইভ এশিয়ান অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় আগামী দিনের মেধাবী মডেল, ফ্যাশন ডিজাইনার, ফটোগ্রাফার ও উদ্যোক্তাদের হাতে। বাংলাদেশ, মালয়েশিয়া ও ভারত তিন দেশের সমন্বয়ে প্রতিযোগিতায় ফ্যাশন ডিজাইনার, মডেলিং, ফটোগ্রাফি ও উদ্যোক্তা- চার ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়। মডেলিং ক্যাটাগরিতে যাঁরা বিজয়ী হয়েছেন তাঁরা হলেন- উম্মেশা, সোহা ইসলাম, আয়েশা সুলতানা, রিমন খান, মাবরুক হাসান এবং রিভজী আহমেদ অপু। ফ্যাশন ডিজাইনার ক্যাটাগরিতে এমডি মাহমুদ জাদু, জসিম উদ্দিন, তামান্না তাসলীম রুমকি, উদ্যোক্তা ক্যাটাগরিতে তাহমিনা মাহমুদ, এমডি মোহাসসের হেদায়েদ, সাফিনা আক্তার এবং ফটোগ্রাফি ক্যাটাগরিতে ফারহান ওবায়েদী তূর্য, সাইফুল ইসলাম জয় এবং তানজিনুল প্লানা।
রেড লাইভের সম্পাদক তাহমিনা বারী রিনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার এবং বিবি প্রোডাকশন'স ফ্যাশন ফর ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা বিবি রাসেল। বিশেষ অতিথি ছিলেন আবদুল্লাহ আবু সায়ীদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ, ফারজানা আফরোজ, মুকিত জাকারিয়া এবং শংকর চন্দ্র পোদ্দার। উপস্থিত ছিলেন বিশ্ব রঙের প্রতিষ্ঠাতা বিপ্নব সাহা, ফ্যাশন ডিজাইনার চামচাম চৌধুরী, শহীদুল ইসলাম এবং সেলিব্রিটি, মডেল ও বিভিন্ন অঙ্গনের মানুষ। রেড লাইভের বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার রিয়ানুর ইসলামের পরিচালনায় অনুষ্ঠানটিতে সঞ্চালনায় ছিলেন মডেল ও উপস্থাপিকা হূদি। গত ১৮ জানুয়ারিতে কুয়ালালামপুরের একটি পাঁচতারকা হোটেলে মালয়েশিয়ায় যাঁরা বিজয়ী হয়েছিলেন, এক জাঁকজমক আয়োজনের মাধ্যমে তাঁদের অ্যাওয়ার্ড দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে রেড লাইভের এ আয়োজন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ