নতুন ট্রেড লাইসেন্স ও নবায়ন
কাগজপত্র জমা, নথি খুঁজে বের করা কিংবা দপ্তরের সরকারি নথিতে বড় কর্তার সই- এসব কাজে যাদের থাকার কথা, তারা নেই কর্মমঞ্চে। নতুন ট্রেড লাইসেন্স কিংবা নবায়নের কাজ হাতে তুলে নিতে গিজগিজ করছে দালাল। লাইসেন্স শাখায় কাগজে-কলমে তিনজন সুপারভাইজার থাকলেও দালালদের সঙ্গেই তাঁদের দোস্তি। সরকারি অফিসের ভেতরেই দালালদের 'অফিস'। ফলে দালালের পকেটে টাকা গেলেই ট্রেড লাইসেন্স ও নবায়ন- সবই হয়ে যায় নিমেষে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মহাখালী অঞ্চল-৩ কার্যালয় ভবনের নিচতলার দৃশ্যপট নিত্যদিন থাকে এমনই। সেখানে টাকার তালে কাজ চলে। টাকার অঙ্ক যত বড়, কাজের সমাধানও তত দ্রুত। টাকা বেশি দিলে দুই দিনের মধ্যে কাজ হয়, না দিলে লাইসেন্স চাপা পড়ে মাসের পর মাস। তবে সিটি করপোরেশন কার্যালয়ে প্রকাশ্যে দালালদের এমন কীর্তি চললেও কর্মকর্তারা সব দেখেও করছেন না দেখার ভান! এই দালাল বিচরণ শুধু মহাখালীর অঞ্চল-৩ কার্যালয়ে নয়, রাজধানীর দুই সিটি করপোরেশনের সব ট্রেন্ড লাইসেন্স শাখারও অভিন্ন ছবি এটি।

0 মন্তব্যসমূহ