অনলাইন ডেস্ক:
ইলিশের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ শুক্রবার মধ্যরাতে। আগামীকাল শনিবার থেকে আবারো ইলিশ মাছ ধরা, পরিবহন ও বিক্রি করা যাবে। ইতোমধ্যে ইলিশ ধরতে সাগর-নদীতে নামতে প্রস্তুত জেলেরা।
বৃহস্পতিবার সকাল থেকে ট্রলারে জাল, রসদপাতি ও বরফসহ প্রয়োজনীয় জিনিস নিয়ে নিচ্ছেন কক্সবাজারের জেলেরা। বাঁকখালী নদীর মোহনা ফিশারিঘাটে ছোট-বড় হাজারখানেক ট্রলার নোঙর করে রাখা হয়েছে। জেলেরা সাগরে যেতে ঘাটে পৌঁছেছেন।
মৎস্য বিজ্ঞানি, ইলিশ গবেষক ড. আনিছুর রহমান জানান, ডিম ছাড়ার অনুকূল পরিবেশ তৈরি করে দিতে প্রতি বছর ইলিশের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। আবহাওয়া অনুকূলে পেয়ে ইলিশের ঝাঁক সাগর থেকে নদীতে এসে ডিম পাড়তে সক্ষম হয়। তাই এবছর নিষেধাজ্ঞা সফল হয়েছে বলে দাবি করেন তিনি।
ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে গত ৭ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার।

0 মন্তব্যসমূহ