Breaking News

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা নামাজ পড়ে বলবেন থানায় সেবা নিতে টাকা লাগে না: ডিএমপি কমিশনার

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা নামাজ পড়ে বলবেন থানায় সেবা নিতে টাকা লাগে না: ডিএমপি কমিশনার

 কমিশনার খন্দকার গোলাম ফারুক

অনলাইন ডেস্ক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদ্য যোগদান করা কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, থানাকে আমরা গণমুখী, সেবামুখী করতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছি। এগুলো ঠিকভাবে চলছে কি-না বা জনমানুষ সঠিকভাবে সেবা পাচ্ছে কি-না সে বিষয়টি আমরা মনিটরিং করছি। এছাড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশ দেয়া হয়েছে, তারা যাতে শুক্রবার তাদের এলাকার বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করে সবার উদ্দেশে বক্তব্য দিয়ে বলবেন তার থানায় সেবা নিতে কোনো টাকা লাগে না। এসব বলার যদি তার ন্যুনতম লজ্জা-শরম থাকে তবে তিনি সেবা দিতে কোনো টাকা নিবেন না।

দায়িত্ব নেয়ার পর গতকাল সোমবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্যা প্রেসে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চাকরি জীবনের ৩২ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডিএমপির নগরবাসীদের জান-মালের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট থাকবেন বলেও তিনি জানান।

কমিশনার বলেন, নিবন্ধিত দলের রাজনৈতিক কর্মসূচী পালনে পুলিশের কোনো বাধা নেই। এক্ষেত্রে নাক গলানো বা মাথা ঘামানো পুলিশের কাজ না। রাজনীতির সংস্কৃতি অনুযায়ী মিছিল-মিটিং-সমাবেশ হবে। তবে রাজনীতির নামে কেউ ফৌজদারি অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো ও কঠোর হস্তে জঙ্গি দমনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 

খন্দকার গোলাম ফারুক বলেন, রাজনৈতিক দলের কাজ রাজনীতি করা। আমাদের কাজ হলো আইন শৃঙ্খলা নিয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ