Breaking News

আজ ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০০০-এর উপরে

 

আজ ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০০০-এর উপরে

  অনলাইন ডেস্ক :

একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত ১৩৬ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ২০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৩০ জনে। চলতি বছরে ৩৭ হাজার ১৫১ ডেঙ্গু রোগী সারা দেশে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ২৫ হাজার ৪৭১ জন রাজধানী ঢাকায় এবং ১১ হাজার ৬৮০ জন রোগী ঢাকার বাইরের রয়েছেন। অক্টোবরের ৩০ দিনে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২১ হাজার ৫৯ জন এবং মারা গেছেন ৮১ জন। সেপ্টেম্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯ হাজার ৯১১ জন এবং মারা গেছেন ৩৪ জন।

আজ সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ২০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬১৮ জন এবং ঢাকার বাইরে ৪০২ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ১ হাজার ২০ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৩০ জনে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ