আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার তুলে দেয়া হয়। শামীমুল হক প্রিন্ট মিডিয়া বিভাগে এ পুরস্কার পান। এছাড়া ডেইলি সানের সিনিয়র করসপন্ডেন্ট মোহাম্মদ আল আমিন, অনলাইন মিডিয়া বিভাগে দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার মোছাব্বের হোসেন এবং টিভি রিপোর্ট বিভাগে দেশ টেলিভিশনের স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন এ পুরস্কার পান। সাংবাদিকদের প্রত্যেককে ৫০ হাজার টাকা, ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের কাছে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানস এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরুপ রতন চৌধুরী, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস(সিটিএফকে) বাংলাদেশ-এর লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ অফিসের ন্যাশনাল প্রফেশনাল অফিসার চোয়াকো ডা. সৈয়দ মাহফুজুল হক। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রজ্ঞা'র নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরসহ বিভিন্ন তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাকেন আত্মা'র কনভেনর মর্তুজা হায়দার লিটন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা ধরেন পজ্ঞার তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রকল্প প্রধান মো. হাসান শাহরিয়ার।

0 মন্তব্যসমূহ