Breaking News

মতিঝিলে সড়ক অবরোধ করেন গার্মেন্ট শ্রমিকরা

মতিঝিলে সড়ক অবরোধ করেন গার্মেন্ট শ্রমিকরা
অনলাইন ডেস্ক: 
দেশের প্রধান বাণিজ্যিক এলাকা রাজধানীর মতিঝিলে সড়ক অবরোধ করেছেন গার্মেন্ট শ্রমিকরা। ওলিও গার্মেন্টস নামের একটি প্রতিষ্ঠানের মালিকানা স্থানান্তরের প্রতিবাদে সড়ক অবরোধ করে তারা। আজ সকাল সোয়া ৮টা থেকে তারা সড়ক অবরোধ করে রাখেন। এতে মতিঝিল, কমলাপুর, ফকিরাপুলসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ।

 শ্রমিকরা জানান, তাদের না জানিয়ে কর্তৃপক্ষ আরামবাগ থেকে কেরানীগঞ্জে কারখানা স্থানান্তর করেছে।

মতিঝিল ট্রাফিক জোনের পুলিশের সহকারী কমিশনার (এসি) এস এম বজলুর রশীদ  জানান, আরামবাগ এলাকার একটি গার্মেন্টসকে রাজধানীর দক্ষিণখান এলাকায় স্থানান্তর করা হয়েছে। কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে মালিকপক্ষ কারখানা স্থানান্তর করায় বিক্ষোভ করছেন শ্রমিকরা। এছাড়া শ্রমিকদের কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। সেই বকেয়া বেতনের দাবিতেও তারা রাস্তায় নেমেছেন। এতে মতিঝিলের প্রতিটি পয়েন্ট বন্ধ রয়েছে। গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ