Breaking News

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু , হাসপাতালে ভর্তি ৬৮৫

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু , হাসপাতালে ভর্তি ৬৮৫

অনলাইন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ বছর এ পর্যন্ত 217 জন মারা গেছেন। এর মধ্যে ঢাকা শহরে ১২৯ জন এবং ঢাকার বাইরে ৮৮ জন মারা গেছেন। 2000 সালে দেশে ডেঙ্গু প্রবেশের পর এটিই এক বছরে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় 685 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ায় ২ হাজার ৭৫০ জন। এ বছর সারাদেশে ৫১ হাজার ৪৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ৩৩ হাজার ৩৫২ জন এবং ঢাকার বাইরে ১৮ হাজার ৯২ জন রোগী রয়েছেন। অক্টোবরে 21 হাজার 932 জন আক্রান্ত এবং 86 জন মারা গেছে।

আজ সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬৮৫ জনের মধ্যে ৩৫৩ জন ঢাকার বাসিন্দা এবং ৩৩২ জন ঢাকার বাইরের বাসিন্দা। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৬৮৫ জন নতুন রোগীসহ দুই হাজার ৭৫০ জনে পৌঁছেছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ