Breaking News

আজ ডেঙ্গুতে রেকর্ড ১০৯৪ রোগী হাসপাতালে ভর্তি, ৪ জনের মৃত্যু

একদিনে ডেঙ্গুতে রেকর্ড ১০৯৪ রোগী হাসপাতালে ভর্তি, ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :  

 ডেঙ্গুতে প্রতিদিনই মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। এবছরে ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত ১৫২ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রেকর্ড সংখ্যক ১ হাজার ৯৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটা এবছর সর্বোচ্চ। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৫০ জনে। চলতি বছরে ৪০ হাজার ১০১ ডেঙ্গু রোগী সারা দেশে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ২৭ হাজার ১৪৮ জন রাজধানী ঢাকায় এবং ১২ হাজার ৯৫৩ জন রোগী ঢাকার বাইরের রয়েছেন। অক্টোবরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২১ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৮৬ জন।

আজ সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ