Breaking News

বিশিষ্ট রন্ধনশিল্পী হাসিনা আনছার বিশেষ সম্মাননা গ্রহন করেন

বিশিষ্ট রন্ধনশিল্পী হাসিনা আনছার বিশেষ সম্মাননা গ্রহন করেন

সুলতান কনভেনশন সেন্টার 

২৬ শে নভেম্বর ২০২২ তারিখে ফেনী গ্রান্ড সুলতান কনভেনশন সেন্টারে "প্যারেন্টিং সেমিনার অন নিউট্রিশন ২০২২" বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রন্ধনশিল্পী ,"নাহার কুকিং ওয়ার্ল্ড"এর স্বত্বাধিকারী হাসিনা আনছার। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তাকে সম্মাননা প্রদান করা হয়। মা-বাবাদের পুষ্টি বিষয়ে সঠিক পরামর্শ প্রাদন করতে ফেনী হোম প্লাস সুপার সপের সৌজন্যে শহর ফেনীতে অভিভাবকদের নিয়ে গত ২৬ই নভেম্বর ২০২২ই তারিখে ফেনী গ্রান্ড সুলতান কনভেনশন সেন্টারে সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়েছে পুষ্টি বিষয়ক পেরেন্টিং সেমিনার। উক্ত সেমিনারে রন্ধনশিল্পী হাসিনা আনছার স্কুলগামী শিশুদের আইডিয়াল টিফিন বক্স তৈরি্র আদর্শ প্রণালী প্রদর্শন করেছেন।

 উক্ত সেমিনারে দেশের স্বনামধন্য পুষ্টিবিদ, ডাক্তার,সাইকোলজিস্ট ও রন্ধন শিল্পী গন উপস্থিত ছিলেন। সুস্হ থাকার নানবিধ কৌশল ও সঠিক খাদ্যাভ্যাস, পুষ্টি বিষয়ক বিভিন্ন খাদ্য প্রস্তুত প্রণালী এবং স্কুলগামী শিশুদের আইডিয়াল টিফিন বক্স তৈরির আদর্শ প্রণালী প্রদর্শন হয়েছে। 

সহযোগিতায় ছিল- হোম প্লাস, ইথেরিয়াল স্কুল Z U মডেল হাসপাতাল.


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ