Breaking News

পলাতক জঙ্গিদের ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার ,দেশজুড়ে রেড অ্যালার্ট :স্বরাষ্ট্রমন্ত্রী

পলাতক জঙ্গিদের ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার ,দেশজুড়ে রেড অ্যালার্ট :স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক:ঢাকার সিজেএম আদালত থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গির ধরার জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গণমাধ্যমকে এ ঘোষণা দেন। আজ দুপুরে রাজধানীর রায়সাহেব বাজার মোড়ের কাছে ঢাকার সিজেএম আদালতের গেটের সামনে থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মোঃ আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবকে অপহরণ করে তার সহযোগীরা। কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, একটি মামলার শুনানি নিয়ে মইনুল হাসান শামীম ও মোঃ আবু সিদ্দিক সোহেলের সহযোগীরা পুলিশের চোখে পানি ছিটিয়ে, ঘুষি মেরে তাদের ছিনিয়ে নিয়ে যায়। এরপর তারা দুটি মোটরসাইকেলে করে রায়সাহেব বাজার মোড়ের দিকে পালিয়ে যায়।

পলাতক দুই জঙ্গি হলেন জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। দুই জঙ্গি অপহরণের পর স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, জঙ্গিদের ধরতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। দুই জঙ্গিকে ধরতে
ইতিমধ্যেই মোট ১০ লাখ টাকা করে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। আদালত প্রাঙ্গণে জঙ্গিদের উপস্থাপন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ও আইনমন্ত্রী একসঙ্গে বসে বলেছিলাম, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের যেন আদালতে না আনা হয়; যেহেতু তাদের আগেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কেন এই নির্দেশ মানা হয়নি তা খতিয়ে দেখা হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ