অনলাইন ডেস্ক :
ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর এখন পর্যন্ত ১৭০ জনের মৃত্যু হলো। এরমধ্যে ১০৩ জন ঢাকা মহানগরীতে এবং ঢাকার বাইরে ৬৭ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৯০৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৬৮ জনে। চলতি বছরে ৪৩ হাজার ১০৭ ডেঙ্গু রোগী সারা দেশে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ২৮ হাজার ৭৫১ জন রাজধানী ঢাকায় এবং ১৪ হাজার ৩৫৬ জন রোগী ঢাকার বাইরের রয়েছেন। অক্টোবরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২১ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৮৬ জন।
আজ সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

0 মন্তব্যসমূহ