অনলাইন ডেস্ক
কিছুদিন আগে বিবাহিত নারীদের মেধা ও প্রতিভা বিকাশে আয়োজিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান 'মিসেস ইউনিভার্স বাংলাদেশ-২০২২' শেষ হয়েছে। তবে শেষ ধাপে বিতর্ক তৈরি হয়েছে। যেখানে বরিশালের আঞ্চলিক ভাষার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির উপস্থাপক ইসরাত পায়েলকে বলেন, ‘এই মাটির তুমি এরম উদলা গাই আছো কিয়েরলিগা। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।
নেটিজেনদের কেউ কেউ এই ঘটনাটিকে নেতিবাচক বলছেন, আবার কেউ কেউ মন্তব্য করছেন যে এটি বিনোদন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে নয়। এরই মধ্যে বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন দর্শক থেকে ইন্ডাস্ট্রির অনেক তারকা। এ প্রসঙ্গে মুখ খুললেন সুবর্ণা মুস্তাফা, একজন গুণী অভিনেত্রী, বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য এবং একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি রবিবার সন্ধ্যায় ফেসবুকে একটি স্ট্যাটাসে মীর সাব্বিরকে ট্যাগ করে তার শব্দ চয়ন সম্পর্কে সতর্ক করেন।
সুবর্ণা মুস্তাফা লিখেছেন, 'মীর সাব্বির ভুল... একমত। উপস্থাপক এটি পছন্দ করেননি এবং সোশ্যাল মিডিয়াতে কথা বলেছেন, তার বিশেষাধিকার। মীর সাব্বির তার পেজে ক্ষমা চেয়েছেন, ভালো। আমার প্রশ্ন এখন, কেন মানুষ-বিশেষ করে সহকর্মীরা এই সমস্যাটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে? যথেষ্ট হয়েছে, দয়া করে এটি শেষ করুন এবং পরের বার সাব্বি সাবধানে আপনার শব্দ চয়ন করুন।'
উল্লেখ্য, সম্প্রতি 'মিসেস ইউনিভার্স বাংলাদেশ 2022'-এ বিচারক ছিলেন অভিনেতা মীর সাব্বির। উপস্থাপনা করেছেন ইসরাত পায়েল। অনুষ্ঠানের এক পর্যায়ে মীর সাব্বিরকে মঞ্চে গা ঢাকা দেন পায়েল। মীর সাব্বির-পায়েল একে অপরের সঙ্গে ঠাট্টাও করেছেন। মীর সাব্বির মঞ্চ ত্যাগ করলে পায়েল তাকে নাটকের জনপ্রিয় সংলাপগুলো বরিশালের ভাষায় শোনাতে বলেন, এতে সমস্যা হয়।
.png)
0 মন্তব্যসমূহ