আব্দুল মতিন ওরফে মহসিন আলী সিরাজগঞ্জের কৃষক। বর্তমানে তার বয়স 52 বছর। এক ছেলে ও এক মেয়ের জনক। মহসিন আলী এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৪.৬১ জিপিএ নিয়ে পাস করেন। মহসিনের এই সাফল্যে পরিবারের সদস্যসহ এলাকার মানুষ খুবই খুশি।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে পারিবারিক সূত্রে জানা যায়, মহসিন আলী উপজেলার বারুহাস ইউনিয়নের খড়খরিয়া গ্রামের মৃত জামশেদ আলীর ছেলে। সে এ বছর তাদাশের নাজাতুল্লাহ আয়েশা মেমোরিয়াল টেকনিক্যাল স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। সোমবার পরীক্ষার ফল প্রকাশ হলে দেখা যায়, কৃষক মহসিন ৪.৬১ জিপিএ পেয়ে পাস করেছে।
কৃষক মহসিন আলী বলেন, আমি কৃষি কাজ করে সংসার চালাচ্ছি। তিনি আরও বলেন, আমাদের গ্রামের অধিকাংশ মানুষ শিক্ষিত। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে আমি 52 বছর বয়সে পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এ বছর যখন আমি ভর্তি হতে শুরু করি, তখন তিনি আমাকে কলেজে ভর্তির লেখাগুলো ব্যবহার না করার সিদ্ধান্তের কথা জানান।
খড়করিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার সরকার বলেন, কৃষক মহসিন যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তাতে অনেকেই শিক্ষা ও পড়াশোনায় মনোযোগ দিতে পারে।
.jpg)
0 মন্তব্যসমূহ