Breaking News

সাবেক বিচারপতি গোলাম রাব্বানী আর নেই

সাবেক বিচারপতি গোলাম রাব্বানী আর নেই
সাবেক বিচারপতি গোলাম রাব্বানী 
 
অনলাইন ডেস্ক :সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি গোলাম রাব্বানী আর নেই। আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।সাবেক এই বিচারপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সাবেক বিচারপতি গোলাম রাব্বানী দীর্ঘদিন আইন পেশার সঙ্গে জড়িত ছিলেন। 1992 সাল থেকে তিনি বিচারক হিসেবে দায়িত্ব নেন। তিনি 2012 সালে বিচারক হিসাবে অবসর গ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ