বাংলাদেশী মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। এবার তাকে দেখা যাবে 'অগ্নিপুরুষ' নামের একটি ওয়েব সিরিজে। এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সম্প্রতি রাজধানীর বেশ কয়েকটি স্থানে এ ধারাবাহিকটির শুটিং চলছে। এতে সুনারের বিপরীতে দেখা যাবে অভিনেতা সোহেল মণ্ডলকে। জুটি হিসেবে এটাই তাদের প্রথম কাজ। ধারাবাহিকটি সম্পর্কে সুনারহ বলেন, 'অগ্নিপুরুষ' চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং মনে হয়েছে। গল্পটি নতুন, আমাকে একজন দমকলকর্মীর স্ত্রীর চরিত্রে দেখা যাবে। প্রথমবারের মতো এমন চরিত্রে অভিনয় করছেন।
অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করছেন। গল্প, চরিত্র, প্রযোজনা- সিরিজটি অনেকের ভালো লাগবে বলে আশা করছি। প্রসঙ্গত, 'নো ডরাই' সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে সুনারহ। প্রথম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই অভিনেত্রী। সাম্প্রতিক ওয়েব সিরিজ ছাড়াও শীঘ্রই দীপঙ্কর দীপনের 'অন্তরজাল'-এ দেখা যাবে সুনারহকে। এতে তিনি রোবোটিক্সের ছাত্রের ভূমিকায় অভিনয় করেছেন।

0 মন্তব্যসমূহ