Breaking News

পরিবহন ধর্মঘটে অচল সিলেট ভোগান্তি চরমে

পরিবহন ধর্মঘটে অচল সিলেট ভোগান্তি চরমে

অনলাইন ডেস্ক:

 আগামীকাল শনিবার সিলেটে বিএনপির বিভাগীয় গণসভা অনুষ্ঠিত হবে। এদিকে শুক্রবার সকাল ৬টা থেকে জেলাসহ সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

হঠাৎ করে বাস চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। টার্মিনালে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবে কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে।

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ গণমাধ্যমকে জানান, আজ হবিগঞ্জ ও সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট চলছে। আগে ধর্মঘট ঘোষণা করায় যাত্রী নেই। যাত্রী না থাকায় অনেকেই গাড়ি বের করেননি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ