অনলাইন ডেস্ক :শাহজাদপুরে সুদের টাকা না পেয়ে তিন সন্তানের মাকে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার বিকেলে ওই নারী শাহজাদপুর থানায় ২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তারা হলেন নুকালী গ্রামের শেরালী (৪৮) ও একই গ্রামের ইয়াসিন (৩৫)।
ভুক্তভোগী নারী জানান, ঘটনার রাতে আমার স্বামী ট্রাকের হেলপারের কাজে যান। গভীর রাতে শেরালী ও ইয়াসিন মদ খেয়ে আমার বাড়িতে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি বাড়ি থেকে বের হলে তারা বলল, '১৬ বছর আগে সুদের টাকা না দেওয়ায় তোমার স্বামীকে ঘরের বাইরে বেঁধে রাখা হয়েছে। তুমি গিয়ে ওকে বের করে দাও।' এ সময় আমি সরল মনে তাদের নিয়ে বাসা থেকে বের হলে তারা ছুরি দিয়ে আমার গলা চেপে ধরে হত্যার হুমকি দেয় এবং জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে আমার স্বামী বাড়িতে এলে আমি তাকে বিষয়টি জানাই। শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, বাদীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্যসমূহ