![]() |
| আওয়ামী লীগ জনগণের অধিকার নিশ্চিত করে: শেখ হাসিনা |
অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ এদেশে মানবাধিকার লঙ্ঘন করে না, সুরক্ষা দেয়। আওয়ামী লীগ জনগণের অধিকার নিশ্চিত করে।বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, শুধু বেঁচে থাকা মানুষের অধিকার নয়। আজকে আমরা খাদ্য নিরাপত্তা দিয়েছি, খাদ্য উৎপাদন বাড়িয়েছি, বিএনপি কত মেট্রিক টন খাদ্য উৎপাদন করেছে? সেখানে খাদ্য মজুত ছিল ১ কোটি ৬৯ হাজার মেট্রিক টন। আজ আমরা ৪ কোটি ৭২ লাখ টন খাদ্যশস্য উৎপাদন করেছি। আমরা চার কোটি মেট্রিক টন চাল উৎপাদন করছি। আমরা গম ও ভুট্টা উৎপাদন করছি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা জনগণকে বিনামূল্যে ও স্বল্পমূল্যে খাবার দিচ্ছি। আমি বিনামূল্যে টিকা দিয়েছি। আমরা বিনামূল্যে ওষুধ সরবরাহ করি, সারা বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা নিয়ে আসি।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশে গুমের সংস্কৃতি শুরু করেছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি। শেখ হাসিনা পালিয়ে যাওয়া বঙ্গবন্ধুর খুনিদের ফেরত না দেওয়ায় যুক্তরাষ্ট্র ও কানাডার সমালোচনা করে বলেন, তারা খুনিদের মানবাধিকার রক্ষা করছে।
.jpg)
0 মন্তব্যসমূহ