Breaking News

দেশব্যাপী মঙ্গলবার বিএনপির প্রতিবাদ সমাবেশ

দেশব্যাপী মঙ্গলবার বিএনপির প্রতিবাদ সমাবেশ

অনলাইন ডেস্ক

মঙ্গলবার সারাদেশের শহর ও জেলায় সফল প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার দলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এক বিবৃতিতে এ কথা বলেন। বিবৃতিতে বিক্ষোভ সমাবেশ সফল করতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল জেলা ও মহানগর ইউনিটের প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গ্রেফতারকৃত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। আগামী ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের গুলিতে মকবুল হোসেন হত্যা, মিথ্যা গায়েবি মামলা, হামলা, সন্ত্রাস, নৈরাজ্য, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশ দখলের প্রতিবাদে সারাদেশের জেলা ও মহানগরে বিক্ষোভ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ