অনলাইন ডেস্ক:
বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৪৭৩ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাত আরো দেড়শ থেকে দুই হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এনামুল হল মিঠু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে পল্টন মডেল থানায় মামলা হয়েছে। এ ঘটনায় বিস্ফোরক ও পুলিশের ওপর হামলার মামলা হয়েছে। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখসহ আসামি করা হয়েছে বিএনপির দেড়শ থেকে দুই হাজার নেতাকর্মীকে।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য মো.শহীদ উদ্দিন চৌধুরী ,এ্যানি ও আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল।এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে বলেন, আমরা গ্রেপ্তার হওয়া বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হবে। অন্যদের বিরুদ্ধে এর আগে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এসব মামলায় তাদের গ্রেফতার করা হবে। সবার নামে নতুন মামলা হবে। এসব মামলায় আরও অনেককে অজ্ঞাত আসামি করা হবে।
.jpg)
0 মন্তব্যসমূহ