Breaking News

প্রতারক রিকশা চালক গ্রেফতার: টিআই বিপ্লব ভৌমিক

প্রতারক রিকশা চালক গ্রেফতার: টিআই বিপ্লব ভৌমিক
অনলাইন ডেস্ক:

পেশায় একজন রিকশাচালক কিন্তু পর্দার আড়ালে বড় প্রতারক। এমনই এক প্রতারক ও তার সহযোগীকে গ্রেফতার করেছে ওয়ারি ট্রাফিক জোনের পুলিশ সদস্যরা।গ্রেফতারকৃত দুইজনের নাম মোঃ মিরাজ (চালক) ও মোঃ রুমন।

ট্রাফিক ওয়ারী জোনের টিআই বিপ্লব ভৌমিক জানান, বুধবার (৭ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ) বেলা ১১টা ৫০ মিনিটে জাহেদ পোস্তগোলা করিমুললা বালা থেকে আনুমানিক এক লাখ টাকার মালামাল কিনে রিকশাযোগে জুরাইন হয়ে বংশালের রথখোলা যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর চালক জাহেদকে বলে রিক্সাটা মেরামত করতে হবে। রিকশাচালক জাহেদকে গাড়ি থেকে নামতে বলেন। গাড়ি থেকে নামার পর রিকশাচালকের এক সহযোগী জাহেদের সঙ্গে কথা বলতে থাকে। কথা বলতে বলতে জাহেদ আনমনা  হয়ে উঠলে রিকশাচালক ও তার আরেক সহযোগী মালামাল নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, রিকশাটি জুরাইন রেলক্রসিং এলাকায় পৌঁছালে ট্রাফিক ওয়ার জোনের ইনচার্জ টিআই বিপ্লব ভৌমিক, কর্মকর্তা ও ফোর্স নিয়ে মালামাল বোঝাই রিকশাটি থামায়। পুলিশকে দেখে রিকশার পেছনে থাকা সহযোগী পালানোর চেষ্টা করে। পুলিশের সন্দেহ হলে চালকসহ দুইজনকে আটক করে। ১০/১৫ মিনিট পর সেখানে হাজির হন মালামালের প্রকৃত মালিক। তিনি পুলিশকে ঘটনাটি বর্ণনা করেন এবং তার জিনিসপত্র শনাক্ত করেন। পুলিশের তৎপরতায় তার মালামাল উদ্ধার করায় তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তারা রিকশায় মালামাল বহনের নামে মানুষের মূল্যবান জিনিসপত্র চুরি করত বলে জানান।

শ্যামপুর থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ