Breaking News

আজ বেগম রোকেয়া দিবস

আজ বেগম রোকেয়া দিবস
অনলাইন ডেস্ক:
আজ বেগম রোকেয়া দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সরকারিভাবে পালিত হবে জাতীয় দিবস। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি পালনে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে বিশেষ লিফলেট, পোস্টার, বুকলেট ও স্যুভেনির প্রকাশ করা হচ্ছে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কর্মসূচির অংশ হিসেবে এবার সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ‘রোকেয়া পদক’ পাচ্ছেন দেশের পাঁচ নারী।

পুরস্কারপ্রাপ্তরা প্রধান অতিথির হাত থেকে পদক গ্রহণ করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা।

বেগম রোকেয়া  ২০০৪ সালে বিবিসি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেরা বাঙালি নির্বাচনে ষষ্ঠ ভোট পেয়েছিলেন। তিনি প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক এবং সমাজ সংস্কারক হিসেবে পরিচিত। মাটিচুর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, ওব্রধ-বাসিনী প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য রচনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ