এম.রানা:
মোঃ মাসুদ রানা কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়
সাংগঠনিক
দক্ষতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলার বীর ফাউন্ডেশন ও সমীকরণ আদর্শ
সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক
মোঃ মাসুদ রানাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
নাহার কুকিং ওয়ার্ল্ড এবং আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন—এর যৌথ উদ্যোগে আজ ৭ই জানুয়ারি, রোজ শনিবার, বিকাল ০৩ টায়, রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ”Women's Voluntary Association- WVA” ধানমন্ডি ২৭, ( নিউ ১৬) বাড়ি নাম্বার ২০ , ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না ১০০ রেসিপি’ বইয়ের প্রকাশনা উৎসব ও "বাংলাদেশের ঐতিহ্যবাহী রেসিপি প্রতিযোগিতা" এক্সক্লুসিভ —২০২৩ আয়োজন করা হয়েছে।
উক্ত
অনুষ্ঠানে নাহার কুকিং ওয়ার্ল্ড এর স্বত্বাধিকারী হাসিনা
আনছারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আ. ক. ম.
মোজাম্মেল হক এমপি— গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শারমিন
সেলিম তুলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাকিয়া পারভীন খানম মনি এমপি, সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন— ৩১৮। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মোহাম্মদ হাসান মারুফ বিশিষ্ট শিল্পপতি এবং সমাজ সেবক সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন , ইন্টারন্যাশনাল সেলিব্রিটি শেফ টনি খান। বাংলাদেশ কুকিং এসোসিয়েশন—এর জেনারেল সেক্রেটারী
ও জনপ্রিয় রন্ধনবিদ মেহেরুন্নেসা।
বিভিন্ন ক্যাটাগরিতে ও সারা দেশ থেকে সেরা ৪০ জন রন্ধিন শিল্পী—কে সম্মাননা প্রদান করা হয়।
0 মন্তব্যসমূহ