নিজস্ব প্রতিবেদক
বাংলার বীর ফাউন্ডেশন ও সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন কর্তৃক আয়োজিত অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বাংলা ভাষা সম্মাননা ২০২৩ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো গত ১৯ শে ফেব্রুয়ারি রোজ রবিবার বিকাল ৫টায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তন (পল্টন টাওয়ার)পুরানা পল্টন।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ আনিসুজ্জামান মাননীয় উপাচার্য , গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাকির আহাম্মদ প্রতিষ্ঠাতা লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ ও চেয়ারম্যান আই এন বি সংবাদ সংস্থা।আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এ.কে.এম আব্দুল আউয়াল শিক্ষাবিদ, পেশাজীবী সংগঠক ও প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) অধ্যাপক ড. জিনবোধী ভিক্ষু সাবেক চেয়ারম্যান পালি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বীর মুক্তিযোদ্ধা এড রফিকুল ইসলাম মাসুম সম্পাদক ও প্রকাশক মাসিক মুক্তিযোদ্ধা বার্তা বিশেষ অতিথি: জোবায়দা পারভিন এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট । আলহাজ্ব লায়ন মোঃ মাসুদুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক উপদেষ্টা বাংলাদেশ স্বাধীনতা পরিষদ, কেন্দ্রীয় কমিটি। মোহাম্মদ আবু মুসা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সভাপতিত্ব করবেন: ড. শেখ মহঃ রেজাউল ইসলাম অতিরিক্ত সচিব বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং সভাপতি সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠান পরিচালনায়: মোঃ মাসুদ রানা প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বাংলার বীর ফাউন্ডেশন ও সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার বীর বাংলা টিভি।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষা বিস্তারে, সমাজ সেবায়, আইন পেশায়, রাজনীতিতে, শিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলা ভাষা সম্মাননা ২০২৩ প্রদান করা হয়।

0 মন্তব্যসমূহ