দেশের অবকাঠামোবিষয়ক বৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী সপ্তম স্যাফকন ২০২২–এ তিনটি বিশ্বখ্যাত জেনারেটর ব্র্যান্ড নিয়ে অংশ নিয়েছে এসিআই মোটরস। ২০ অক্টোবর রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) প্রদর্শনীটি শুরু হয়। তিন দিনব্যাপী এ প্রদর্শনী গতকাল শনিবার শেষ হয়।
বর্তমানে দেশের ব্যাকআপ পাওয়ার ইন্ডাস্ট্রির প্রয়োজন পূরণে এসিআই মোটরস ইওরপাওয়ার (যুক্তরাজ্য), হিমোইনশা (স্পেন) ও ইয়ামাহা (জাপান) ব্র্যান্ডের এক হাজার কেভিএ থেকে তিন হাজার কেভিএ পর্যন্ত সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ জেনারেটর সরবরাহ করে থাকে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় এ জেনারেটরগুলো ব্যবহৃত হয়।
দর্শনার্থী ও আগ্রহী ক্রেতাদের জন্য ‘পাওয়ার-জেন’ শীর্ষক প্রদর্শনীতে এসিআই মোটরস তাদের জেনারেটর ব্র্যান্ডগুলোর পণ্য, ফিচার ও সেবা প্রদর্শন করছে। প্রদর্শনী থেকে জাপানিজ ব্র্যান্ড ইয়ামাহার সিঙ্গেল ফেজ পেট্রল জেনারেটর ক্রয়ে রয়েছে ডিসকাউন্টসহ আকর্ষণীয় অফার।
এসিআই মোটরস লিমিটেডের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস বলেন, ‘যুগোপযোগী ও অত্যাধুনিক টেকনোলজির জেনারেটর বাজারজাত করছে এসিআই মোটরস। বাজারজাত করা জেনারেটর জ্বালানি সাশ্রয়ী এবং অনবরত সেবা দিতে সক্ষম হওয়ায় বাজারে এ জেনারেটরগুলোর চাহিদা দিন দিন বাড়ছে। গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করার জন্য এসিআই মোটরস বদ্ধপরিকর। এ ব্যাপারে আমরা শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছি। যেহেতু বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় এসিআই মোটরসের জেনারেটর ব্যবহার করা হচ্ছে, তাই আমরা স্পেয়ার পার্টস এবং সার্ভিসের ব্যাপারে গ্রাহকদের “ইনস্ট্যান্ট সাপোর্ট” দিতে বদ্ধপরিকর।’

0 মন্তব্যসমূহ