আজ রোববার বিকেলে ঢাকায় জার্মান দূতাবাস তাদের ফেসবুক পেজে এ সফরের খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, জার্মান পার্লামেন্টের সচিব বারবেল কফলার বাংলাদেশ সফরের সময় চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন টিনা রুডলফ, ইয়োহানেস ওয়াগনার ও নুট গেরশাউ।
বাংলাদেশ সফরের সময় জার্মান সংসদের প্রতিনিধিদলটি সরবরাহব্যবস্থা এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে ঢাকা, খুলনা ও যশোরে জার্মান উন্নয়ন সহযোগিতায় পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবে। বাংলাদেশ ও জার্মানির মধ্যে উন্নয়ন সহযোগিতার ৫০ বছর উদ্যাপনের এ লগ্নকে উচ্চপর্যায়ের এমন সফর আরও বর্ণাঢ্য করে তুলবে বলে মনে করে জার্মান দূতাবাস।
এদিকে জার্মান সংসদীয় প্রতিনিধিদলের ঢাকা সফর সামনে রেখে ঢাকায় জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ অনুবিভাগের মহাপরিচালক ফাইয়াজ মুর্শেদ কাজীর সঙ্গে বৈঠক করেন। সেখানে জার্মান পার্লামেন্টারি প্রতিনিধিদলের সফরের পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয়, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, রাশিয়া–ইউক্রেন যুদ্ধকে ঘিরে সংকট এবং রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

0 মন্তব্যসমূহ