শনিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোয়া দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আলমগীর হোসেন জানান, খবর পেয়ে আমরা হাতিরঝিল মহানগর সেতুর নিচে লেকের পানি থেকে তাকে উদ্ধার করি। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আশপাশের লোকজন জানতে পারে নিহত যুবক সেতু থেকে লাফ দিয়ে পানিতে পড়ে গেছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে তার মৃত্যু হয়। নিহতের নাম ঠিকানা এখনো জানা যায়নি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। আমরা ক্রাইম সিমকে জানিয়েছি। আঙুলের ছাপের মাধ্যমে তার নাম ও পরিচয় শনাক্ত করা যাবে বলে জানান তিনি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

0 মন্তব্যসমূহ