অনলাইন ডেস্ক :গায়ক আকবরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি রয়েছেন এই সংগীতশিল্পী। তার স্ত্রী কানিজ ফাতেমা প্রথম আলোকে বলেন, আজ সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।অনেক দিন ধরে তার চিকিৎসা চলছে। তিনি ডায়াবেটিসে ভুগছেন। জন্ডিস, কিডনির সমস্যা, রক্তের প্রদাহসহ অন্যান্য শারীরিক জটিলতা দুই বছর ধরে শরীরে বাসা বেঁধেছে। জানুয়ারি থেকে তিনি শয্যাশায়ী।শরীরে পানি জমে আকবরের দুটি কিডনি নষ্ট হয়ে যায় এবং ডান পা ক্ষতিগ্রস্ত হয়। তিন সপ্তাহ আগে অস্ত্রোপচার করে ওই পা কেটে ফেলা হয়। পা কেটে ফেলার পর তার কিডনি ও লিভারের সমস্যা বেড়ে যায়।এ জন্য তাকে ভারতে নেওয়ার কথা ছিল। আকবর কিডনি রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকবার দেশে ও বিদেশে চিকিৎসা নিয়েছেন। তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কিশোর কুমারের 'একদিন পাখি উদে' গানটি নতুন করে গেয়েছেন আকবর আলী গাজী। তিনি সবার কাছে আকবর নামে পরিচিত। গানটি তাকে হানিফ সংকেতের ম্যাগাজিন শো 'ইতিয়াদি'-তে আলোচনায় নিয়ে আসে। এরপর 'তোমার হাতপাখার কথা সে' গানটি তাকে দেশ-বিদেশের শ্রোতা-শ্রোতাদের কাছে পরিচিত করে তোলে। এর আগে তিনি যশোরের বিভিন্ন স্টেজ শোতে গান করতেন।
গায়ক হিসেবে পরিচিত হওয়ার আগে আকবর যশোরে রিকশা চালাতেন। আকবরের জন্ম খুলনার পাইকগাছায় হলেও তিনি বড় হয়েছেন যশোরে।

0 মন্তব্যসমূহ