Breaking News

বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ নিহত ৪ :ফেনী

বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ নিহত ৪ :ফেনী
অনলাইন ডেস্ক :ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সেকশনে সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দুলামিয়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও ১১ জন আহত হন।বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি।পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রামগামী একটি মালবাহী লরি ও ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় গাড়ির চালক ও হেলপার নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার দুইজনকে রেকার দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে ফেনীর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ চারজনের মরদেহ উদ্ধার করে ফেনী হাসপাতালের মর্গে পাঠায়।


মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ