Breaking News

ডিএনসিসি মেয়রের শ্রদ্ধা জাতীয় চার নেতার সমাধিতে

ডিএনসিসি মেয়রের শ্রদ্ধা জাতীয় চার নেতার সমাধিতে

অনলাইন ডেস্ক :

জেল হত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় চার নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৮টায় রাজধানীর বনানী কবরস্থানে জাতীয় চার নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতেও অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে আতিকুল ইসলাম বলেন, ৩ নভেম্বরের জেল হত্যা বাংলাদেশের ইতিহাসে আরো একটি কলঙ্কজনক অধ্যায়। জাতীয় ৪ নেতাকে হত্যার মধ্য দিয়ে ভিন্ন এক বাংলাদেশ যাত্রার ষড়যন্ত্র চূড়ান্ত রূপ লাভ করে।

ডিএনসিসি মেয়র আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই মানুষগুলিকে সুরক্ষিত স্থানে আটকে রেখে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এসময় তিনি খুনিদের খুঁজে বের করে তাদের শাস্তি নিশ্চিতকরণ ও স্থাবর-অস্থাবর বাজেয়াপ্ত করার জোর দাবি জানান। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ