Breaking News

যাত্রাবাড়ী শনিরআখড়ার সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

 

যাত্রাবাড়ী শনিরআখড়ার সড়ক  দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত
অনলাইন ডেস্ক :
রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়ার গোবিন্দপুর এলাকায় সড়ক দুর্ঘটনা মো. আফতাব আহমেদ (৪৫) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (০১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোস্তাফিজুর রহমান জানান, শনিরআখড়ার গোবিন্দপুর একটি গাড়ির গ্যারেজের সামনে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ওই ব্যক্তি শনিরআখড়ার গোবিন্দপুর এলাকায় একটি গ্যারেজের সামনে দিয়ে হেঁটে যাবার সময় কোন একটা গাড়ি তাকে ধাক্কা দেয়।  ঘটনাস্থলে তিনি মারা যান।কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার শিমুলআটি গ্রামের আজিজুল ইসলামের সন্তান তিনি। বর্তমানে মুসলিমবাগ বাগানবাড়ি এলাকায় থাকতেন। তিনি ইসলামপুর শাখার পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ