ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয়ে এক ব্যবসায়ীর ৮৫ লাখ টাকা ছিনতাই হয়েছে। রোববার উপজেলার বাস্তা ইউনিয়নের ভাওয়ারভিটি গ্রামে এ ঘটনা ঘটে। এসময় দাড়িগাঁও বাজারে মারফত আলী স্টোরের মালিক কেরামত আলীর প্রাইভেটকার থামিয়ে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ চক্র তার কাছ থেকে ৮৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহজামান জানান, কেরামত আলী রোববার বিকেলে আব্দুল্লাহপুর দক্ষিণ বাংলা ব্যাংক শাখায় একটি পিকআপে ৮৫ লাখ টাকা জমা দিতে যাচ্ছিলেন। পিকআপটি ভাওয়ারভিটি এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের লেখা একটি মাইক্রোবাস তাদের বাধা দেয়। মাইক্রোবাস থেকে কয়েকজন হাতগান ও পিস্তল নিয়ে বেরিয়ে পড়ে এবং কেরামতকে টাকার ব্যাগ নিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। কেরামত আলী মাইক্রোবাস থেকে নামতে সক্ষম হন। তখন ডাকাত দল টাকার ব্যাগ নিয়ে মাইক্রোবাসে করে পালিয়ে যায়। ওসি জানান, মামলা প্রক্রিয়াধীন ও তদন্ত চলছে। চুরি হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

0 মন্তব্যসমূহ