Breaking News

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে চার বাংলাদেশি প্রার্থী জয়ী

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে চার বাংলাদেশি প্রার্থী জয়ী
অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন রাজ্য থেকে চার বাংলাদেশি প্রার্থী জয়ী হয়েছেন। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় মঙ্গলবার (৮ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক বাংলাদেশি আমেরিকান নাগরিক ভোট দেন।ওই নির্বাচনে বিজয়ী চার বাংলাদেশি হলেন- জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান ও নাবিলা ইসলাম, কানেকটিকাট স্টেট সিনেটর মোঃ মাসুদুর রহমান এবং নিউ হ্যাম্পশায়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভ আবুল খান। এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সবকটি ৩৫টি আসন এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সবকটি ৪৩৫টি আসনই মধ্যবর্তী নির্বাচনে দখলের জন্য প্রস্তুত৷ 36টি রাজ্য এবং সমস্ত রাজ্যের আইনসভায় গভর্নর পদের জন্যও নির্বাচন অনুষ্ঠিত হয়।জর্জিয়া রাজ্যে তৃতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি আমেরিকান শেখ রহমান। নাবিলা ইসলাম প্রথমবারের মতো জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে জয়ী হয়েছেন, কানেকটিকাট স্টেট সিনেটে প্রথমবারের মতো জয়ী হয়েছেন। মাসুদুর রহমান। তারা সবাই ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।এদিকে নিউ হ্যাম্পশায়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর পদে টানা পঞ্চমবারের মতো জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রিপাবলিকান প্রার্থী আবুল খান। যুক্তরাষ্ট্রের চার বাংলাদেশির জয়ে উল্লাস করছেন প্রবাসী বাংলাদেশিরা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ