Breaking News

জয়া আহসানে কাছে বয়স শুধু একটি সংখ্যা

জয়া আহসানে কাছে বয়স শুধু একটি সংখ্যা

অনলাইন ডেস্ক :

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এপার এবং ওপার বাংলায় সমানভাবে জনপ্রিয় জয়া। দর্শকপ্রিয় অভিনয়শৈলীর পাশাপাশি জয়ার চেহারায় বয়সের ছাপ বোঝার বিন্দুমাত্র সুযোগ নেই। এতটা ফিটনেস ধরে রেখেছেন তিনি। প্রায়ই তিনি ভিন্ন ভিন্ন লুকে নিজের পরিবর্তন এনে দর্শকমহলে প্রশংসিত হন। তবে এবার শীতের আমেজের সাথে মিল রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সৌন্দর্য নতুন ভাবে মেলে ধরেছেন জয়া আহসান। একই পোশাকে কয়েকটি ছবিতে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে লেন্সবন্দি হয়েছেন তিনি। প্রিয় তারকাকে এমন রূপে দেখে অবাক নেটিজেনরা। লাইক, কমেন্ট ও শেয়ারে তার প্রতি নিজেদের আগ্রহ প্রকাশ করেছেন তারা। মন্তব্যের ঘরে কেউ রেখে গেছেন জয়ার সৌন্দর্যের প্রশংসা।

আবার কেউ তার ছবিতে খুঁজে পেয়েছেন সৃজনশীলতা, আবার কেউ কেউ এক ফাঁকে বয়সের কথাও মনে করে দিয়েছেন তাকে। নেটিজেনদের একটি অংশ আবার মন্তব্যে করেছেন, আজ রাতে তাদের ঘুম হবে না। আরেকজন লিখেছেন, জয়া আহসান জীবন্ত, এটা তার প্রমাণ। এই বয়সেও তিনি তার যৌবন ধরে রেখেছেন। তার কাছে বয়স শুধু একটি সংখ্যা। সখিনা বিবি নামের একজন লিখেছেন, আমাকে বলতেই হবে জয়া আহসান একেবারেই চমৎকার এবং অত্যাশ্চর্য। অসামান্যভাবে তার যৌবন ধরে রেখেছে তিনি। তবে জয়া এ সমস্ত মন্তব্যের বিপরীতে রয়েছেন একদম নীরব। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ