অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত 240 জন মারা গেছে। এর মধ্যে ঢাকা শহরে ১৪৫ জন এবং ঢাকার বাইরে মারা গেছেন ৯৫ জন। 2000 সালে দেশে ডেঙ্গু প্রবেশের পর এটিই এক বছরে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত 477 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৮২ জনে দাঁড়িয়েছে। এ বছর সারা দেশে ৫৪ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ৩৪ হাজার ৮৮৮ জন এবং ঢাকার বাইরে ১৯ হাজার ৫১৭ রোগী রয়েছেন। অক্টোবরে 21 হাজার 932 জন আক্রান্ত এবং 86 জন মারা গেছে।
আজ সারাদেশের পরিস্থিতি সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪৭৭ জনের মধ্যে ২৬২ জন ঢাকার বাসিন্দা এবং ২১৫ জন ঢাকার বাইরে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৭৭টি নতুনসহ ২ হাজার ৮২ জন।

0 মন্তব্যসমূহ