Breaking News

সারাদেশে অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট: ১০ দফা দাবি

সারাদেশে অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট: ১০ দফা দাবি
অনলাইন ডেস্ক :
মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে শ্রমিক ফেডারেশনের ডাকে সারাদেশে অনির্দিষ্টকালের নৌ পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। শনিবার রাত ১২টা থেকে বরিশাল-বাগেরহাট নদীবন্দর এলাকায় সব ধরনের নৌকা নোঙর করে নৌকা শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

শ্রমিকদের ১০ দফা দাবি হলো- ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের পাশাপাশি জাহাজের শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বই প্রদান, খাদ্যের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি অবদানকারী ভবিষ্য তহবিল ও নাবিক কল্যাণ তহবিল গঠন। ভাতা এবং সমুদ্র ভাতা, কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও মৃত্যুর কারণে 10 লাখ ক্ষতিপূরণ। পরিমাণ নির্ধারণ, চট্টগ্রাম থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের স্বার্থবিরোধী ও নিষ্ফল প্রকল্প বাস্তবায়নে চলমান কার্যক্রম বন্ধ করা, বালু বহনকারী বাল্কহেড ও ড্রেজারের রাতের চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করা, সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ করা। জলপথে, ভারতে যাওয়া শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান এবং ভারতীয় সীমান্তে সব ধরনের কার্যক্রম। হয়রানি বন্ধ, চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহনের নিয়মকানুন বাস্তবায়ন করে সব লাইটারিং জাহাজকে ধারাবাহিকভাবে চলাচলে বাধ্য করা, চরপাড়া ঘাটের ইজারা বাতিল করা এবং নৌ-পরিবহন অধিদপ্তরের সব ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা বন্ধ করা।

জাহাজ শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, দুপুর ১২টা থেকে লাগাতার ধর্মঘট শুরু করেছে বাংলাদেশের জাহাজ শ্রমিকরা। বরিশাল বিভাগের শ্রমিকরাও এ কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে সব ধরনের নৌকা চালানো থেকে বিরত রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ