অনলাইন ডেস্ক :রন্ধনশিল্পীও ঐতিহ্যবাহী রান্না সেরা ১০০ রেসিপি বইয়ের সম্পাদক হাসিনা আনছার উপস্থিত ছিলেন পাবনায় হাংরি পাবনা মেলার ফুড জাজমেন্টে বিচারক হিসেবে।
হাংরি পাবনা এবং হাংরি পাবনা ফ্যাশন এন্ড বিউটি আয়োজিত খাদ্য ও ফ্যাশন মেলায় গত ২৪শে নভেম্বর ২০২২ ছিল ফুড জজমেন্ট । ঢাকা হতে আমন্ত্রিত অতিথি হিসেবে হাংরি পাবনা মেলার ফুড জাজমেন্টে প্রতিযোগিতার বিচারক মন্ডলী হিসেবে যোগদান করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কুকিং এসেসর বিশিষ্ট, রন্ধনশিল্পী এবং মিডিয়া ব্যাক্তিত্ব হাসিনা আনছার।
এসময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন পুষ্টিবিদ মাহমুদা নাজনীন, শেফ তমাল,রন্ধনশিল্পী রোকসানা রিমা, শিক্ষা কর্মকর্তা সাইদা শবনম,সুচী,ও লাকি ভাবি।
সার্বিক
সহযোগিতায় ছিলেন হাংরি
পাবনা গ্রুপের এ্যাডমিন,মডারেটর বৃন্দ। এ প্রতিযোগীতায় প্রায়
খাদ্য এবং বেকিং এর ২৩জন খাদ্য
উদ্যোক্তা অংশ নিয়েছিলেন।

0 মন্তব্যসমূহ