Breaking News

বিএনপির ৭ জন পদত্যাগ করলে সংসদ স্থগিত হবে না: ওবায়দুল কাদের

বিএনপির ৭ জন পদত্যাগ করলে সংসদ স্থগিত হবে না: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক

বিএনপির ৭ সদস্য পদত্যাগ করলে সংসদ স্থগিত হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, যারা জ্ঞান দিয়েছেন তারা শিগগিরই অনুতপ্ত হবেন। এটা ঠিক নয়, সিন্ধুর কথা উল্লেখ করে তিনি বলেন, সংসদে আমাদের ১৫১ জন লোক দরকার, আমাদের আছে ৩০১ জন। বাংলাদেশ আওয়ামী লীগের শিকড় মাটির অনেক গভীরে, ঠেলে বের করা যায় না। তিনি পল্টনে সমাবেশ করেননি। 10 ডিসেম্বর প্রমাণিত। আমি বললাম আপস করা হবে। নেতাদের খারাপ কথা বলা ঠিক নয়। বিএনপির লোকেরা প্রধানমন্ত্রীকে 'হাসিনা', 'হাসিনা' বলে ডাকে। আমরা বিএনপি নেত্রীকে বেগম খালেদা জিয়া বলি। লন্ডন থেকে বলা হয়, এখানে কর্মীরা খারাপ ভাষায় কথা বলে। এরপর নেতাদের বিরুদ্ধে বাজে কথা বললে যোগ্য জবাব দেওয়া হবে।

রোববার বিকেলে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

ওবায়দুল কাদের বলেছেন, সহিংসতায় বিদেশি দূতাবাস উদ্বিগ্ন। পুলিশকে আঘাত করলে তারা কোথায় থাকে? মানবাধিকার কোথায়?

তিনি বলেন, ৭১, ৭৫ ও ২০০৪ সালের খুনিরা আবার একত্রিত হয়েছে। খুনি জিয়ার দল বিএনপি ১০ তারিখে প্রচারণা চালিয়েছে খালেদা জিয়ার কথায় দেশ চলবে। খুনি জিয়ার ছেলে খুনি তারেক ১১ তারিখ দেশে এসে বঙ্গভবন দখল করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ষড়যন্ত্র নসাৎ করেছেন। তিনি আরও নির্দেশ দেন, কেউ পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দিলে সেই আগুনে তাদের হাত পুড়িয়ে দিতে হবে

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এড. কামরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবদুস সোবহান গোলাপ এমপি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চম্পা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক এড. আবদুস সালাম সম্মেলনের বর্তমান সভাপতি এড. গোলাম মহিউদ্দিন ও এড. আবদুস সালামকে আবারও সভাপতি ও সম্পাদক ঘোষণা করা হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ