অনলাইন ডেস্ক
বিএনপির ঢাকা বিভাগীয় জনসভার মাঠ গোলাপবাগ মাঠ নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তারপরও রাজধানীর বিভিন্ন জেলা ও বিভিন্ন ইউনিট থেকে টুকরো টুকরো মিছিল নিয়ে নেতাকর্মীদের সমাবেশস্থলে প্রবেশ করতে দেখা যায়। মাঠের আশপাশের এলাকায়ও নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। মাঠে জায়গা না থাকায় অনেক নেতাকর্মী রাজপথে অবস্থান নিয়েছেন।শনিবার সকাল থেকেই রাজধানীর গোলাপবাগ মাঠে প্রবেশ করছে মিছিলের স্রোত। ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা টুকরো টুকরো মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন। হাজার হাজার নেতাকর্মী মাঠে উপস্থিত হয়ে নানা স্লোগান দেন।
বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে এসেছেন। সমাবেশকে কেন্দ্র করে গোলাপবাগ-ধলপুর-সৈয়দাবাদ সড়ক ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে।
নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নিহত নেতাকর্মী ও চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে বিএনপির গণসমাবেশের অংশ হিসেবে আজ শনিবার ঢাকা বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি। এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন।
আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, ছাত্রদলের সভাপতি কাজী রওয়ানুল হাসানসহ আরও অনেকে। সমাবেশের মঞ্চে হাজির হয়েছেন। অনুষ্ঠান সঞ্চালনা করছেন ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল।
.jpg)
0 মন্তব্যসমূহ