Breaking News

নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করলেন মহাপরিচালক এম খুরশীদ হোসেন

নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করলেন মহাপরিচালক এম খুরশীদ হোসেন
নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করলেন মহাপরিচালক এম খুরশীদ হোসেন


অনলাইন ডেস্ক:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন আদালত চত্বর থেকে দুই জঙ্গির পালানোর ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা স্বীকার করেছেন।

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‌্যাবের মহাপরিচালক ।

তিনি বলেন, দুই জঙ্গিকে পালাতে দেওয়া আমাদের ব্যর্থতা। আমাদের প্রচারণা চলছে। জঙ্গিবাদ যেমন, আমাদের অভিযানও তেমন। রাজনৈতিক দুর্নীতি প্রতিরোধে আমরা বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোনো পরিস্থিতির সৃষ্টি করা যাবে না।

সম্মেলনের নিরাপত্তা প্রসঙ্গে এম খুরশীদ হোসেন বলেন, আমি সম্মেলনের সার্বিক দিক পর্যবেক্ষণ করেছি। স্ট্রাইকিং ফোর্স, ডগ স্কোয়াড, বোমা ডিসপোজাল, টহল দল, কমান্ডো ফোর্স বিভিন্ন পয়েন্টে ডিউটিতে থাকবে। সম্মেলনে আগতদের মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করা হবে। অপরাধ করে পালানোর সুযোগ নেই।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ