![]() |
| পর্যটকদের ঢল কক্সবাজারে খালি নেই হোটেল-মোটেল |
অনলাইন ডেস্ক
বড়দিনের ছুটি যুক্ত হয়েছে সাপ্তাহিক শুক্র ও শনিবার। সব মিলিয়ে টানা তিন দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ঢল। আর তাদের নিরাপত্তায় কাজ করছেন ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসকের সৈকত কর্মীরা।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বৃহস্পতিবার থেকে টানা তিন দিন লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটবে। টানা তিনদিনের ছুটিতে কক্সবাজারের হোটেল-মোটেল ব্যবসায়ীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে।
আজ, পর্যটকরা 23 ডিসেম্বর এবং 24 ডিসেম্বরের সাপ্তাহিক ছুটির জন্য এবং 25 তারিখে বড়দিনের ছুটির জন্য হোটেলের কক্ষ আগে থেকেই বুক করে রেখেছেন৷ কক্সবাজারের বেশির ভাগ হোটেলের রুম ইতিমধ্যে বুকিং হয়ে গেছে।
হোটেল মালিকরা জানান, বৃহস্পতিবার থেকে টানা তিন দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে। তাই বৃহস্পতিবার বিকেল থেকেই কক্সবাজারের দিকে ছুটছেন পর্যটকরা।
কয়েকটি হোটেল ঘুরে দেখা যায়, বেশিরভাগ হোটেলেই পর্যটকদের ভিড়। বেশ কয়েকজন পর্যটককে রুম পেতে ব্যাগ নিয়ে এক হোটেল থেকে অন্য হোটেলে ছুটতে দেখা যায়।
অন্যদিকে সৈকতের লাবণী পয়েন্টে হাজার হাজার পর্যটকের ভিড় দেখা গেছে। কেউ বালিতে দৌড়াচ্ছে, কেউ সাগরে সাঁতার কাটতে ব্যস্ত। পর্যটকরা নিজেরাই উপভোগ করছেন।
পর্যটন মৌসুমে বিনোদনপ্রেমীদের চাপ বাড়াতে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসকদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রতিটি স্পটে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। শুধু কক্সবাজার সমুদ্র সৈকতই নয়, পর্যটকরা প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, পাথুরে সৈকত ইনানী, হিমছড়ি ও রামু বৌদ্ধ মন্দির, মহেশখালী আদিনাথ মন্দিরও ঘুরে দেখেন।
বেড়াতে আসা পর্যটক রুহুল কাদের জানান, বছরের শেষের দিকে ছুটি কাটাতে কক্সবাজার এসেছেন। আগমনের সময় কোন রুম বুকিং দেওয়া হয় না। এখানে এসে রুম না পাওয়া একটু কঠিন।
হোটেল দ্য প্রেসিডেন্ট ম্যানেজার মোহাম্মদ ফয়েজ জানান, ডিসেম্বরে আমাদের পর্যটন মৌসুম শুরু হলেও শুরুতে পর্যটকদের তেমন সাড়া পাইনি। এখন আমাদের হোটেল টানা তিন দিনের জন্য সম্পূর্ণ বুক করা আছে। আমরা ক্ষতি পূরণ করতে পারি।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের (টিইউএসি) সভাপতি আনোয়ার কামাল বলেন, "কিছুদিন ধরেই আমাদের ব্যবসায় মন্দা চলছিল। পর্যটন ব্যবসায়ীরা হতাশ। টানা তিনদিন ধরে কক্সবাজারের সব হোটেল বুকিং করা হয়েছে। অনেক পর্যটকের ভিড়। ঘরের জন্য ডাকছি কিন্তু আমরা তাদের রুম দিতে পারছি না।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার বলেন, তিন দিনের ছুটিতে লাখ লাখ পর্যটকের সমাগম হতে পারে। তাই আমাদের ট্যুরিস্ট পুলিশের টিমও কাজ করছে। পর্যটকদের নিরাপত্তায় আমরা সদা সজাগ।
.jpg)
0 মন্তব্যসমূহ