ঢাকা মহানগর দক্ষিণের শ্যামপুর ও কদমতলী থানা অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন আওয়ামী লীগ নেতা ড. মো. আওলাদ হোসেন।
শ্যামপুর-কদমতলী সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি ও আওয়ামী লীগ নেতা ড. মো. আওলাদ হোসেন বৃহস্পতিবার কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।
কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে ড. মো. আওলাদ হোসেন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করছে। অথচ বিরোধী দলীয় জাতীয় সংসদ সদস্য থাকার কারণে শ্যামপুর ও কদমতলী দুই থানা নিয়ে গঠিত ঢাকা-৪ নির্বাচনী এলাকার জনগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের চলমান উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। তাই সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়। তারই অংশ হিসেবে এই হাড় কাঁপানো শীতে শ্যামপুর ও কদমতলী থানা আওয়ামী লীগের নিম্নআয়ের নেতাকর্মীদের মাঝে সাতদিন ব্যাপী কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হলো। পরবর্তী সাত দিন শ্যামপুর ও কদমতলী থানার প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হবে।
ড. মো. আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর ক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ নাছিম মিয়া, ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য ক্লাবের কোষাধ্যক্ষ আলমগীর মেম্বার, শ্যামপুর থানা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও ক্লাবের দপ্তর সম্পাদক শরিফ মো. শাহজাহান, আওয়ামী লীগ নেতা ও ক্লাবের নির্বাহী পরিচালক হাজী মহব্বত হোসেন ও রোখসানা বেগম পারুল প্রমুখ।

0 মন্তব্যসমূহ