Breaking News

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের উদ্বোধন ফ্যাশন ব্রান্ড Legal Fashion

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের উদ্বোধন ফ্যাশন ব্রান্ড "Legal Fashion"
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের উদ্বোধন ফ্যাশন ব্রান্ড Legal Fashion
এম.রানা:
ঢাকার ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ২য় তলার 'ডি' ব্লকের ১১৩ নম্বর দোকানে দৃশ্যমান ভাবে যাত্রা শুরু করেছে জনপ্রিয় ফ্যাশন ব্রান্ড Legal Fashion ।
উদ্বোধন উপলক্ষে চলছে সকল পণ্যে ৫০% পর্যন্ত মূল্যছাড়।ব্রান্ডটির সিইও এনামুল হক বিজয় জানান, নামে বেনামে গড়ে ওঠা অনলাইনে ক্রেতাদের নানা ভাবে ঠকিয়ে আসায় দেশের ক্রেতারা অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। ক্রেতারা অনলাইন মার্কেটিং থেকে পিছিয়ে পড়ার একমাত্র কারণই হল বিশ্বস্ততা। তারা যেন দেখে এবং যাচাই করে সঠিক পণ্যটি ক্রয় করতে পারেন তারই লক্ষ্যে আমাদের দৃশ্যমান সপ'টি উদ্বোধন করা হলো।পরবর্তীতে ঢাকার বিভিন্ন প্রান্তে ও দেশের বিভিন্ন অঞ্চলে Legal Fashion এর আউটলেট প্রচেষ্টা চলমান রয়েছে।
প্রতিষ্ঠানটির নির্বিঘ্ন পথচলায় সকলের সমর্থন এবং দোয়া কামনা করেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ