Breaking News

রাজনীতিতে জনস্বার্থ আজ উপেক্ষিত:সৈয়দ আবু হোসেন বাবলা

রাজনীতিতে জনস্বার্থ আজ উপেক্ষিত:সৈয়দ আবু হোসেন বাবলা
রাজনীতিতে জনস্বার্থ আজ উপেক্ষিত:সৈয়দ আবু হোসেন বাবলা

এম.রানাঢাকা- ৪ আসনের এমপি  জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, স্বাধীনতা অর্জনের ৫১ বছর পরও আমাদের দেশে কতিপয় রাজনৈতিক দল জনস্বার্থের পরিবর্তে গণস্বার্থ বিরোধী কর্মকান্ডে লিপ্ত। তাদের কাছে দেশের জনস্বার্থ আজ উপেক্ষিত।

রবিবার সকালে কদমতলীর বালুর মাঠে কদমতলী থানার ৪টি ওয়ার্ডে প্রায় ১৭শত পরিবারের মাঝে কম্বল বিতরনের সময় বাবলা একথা বলেন। এর আগে শনিবার সকালে জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শ্যামপিরের ৩টি ওয়ার্ডের প্রায় ১৩ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন জাপা এমপি বাবলা। এসময় তার সঙ্গে ছিলেন শ্যামপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, স্থানীয় জাতীয় পার্টির নেতা শেখ মাসুক রহমান, সুজন দে, কাওসার আহমেদ, ইব্রাহিম মোল্লা, বাবুল আহামেদ মিন্টু, আসাদ মিয়া, শাহ আলম, হাসান মিয়া, মোঃ হোসেন, জাহিদ হাসান, জহিরুল ইসলাম জহির, মোতালেব,তানভীর হোসেন সুমন, মারুফ হাসান মাসুম, আঃ হাকিম, এইচ এম রনি, রাহাত হোসেন, জীবন শাহ, নোমান, রাজন আহামেদ শিশির, যুবরাজ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ