নিজস্ব প্রতিবেদক
সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন ও বাংলার বীর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে বীর ডিজিটাল পয়েন্ট সেরা নারী পুরস্কার -২০২৩ প্রদান অনুষ্ঠান গত ৬ই মার্চ রোজ সোমবার বিকাল ৪:৩০টায় অনুষ্ঠিত হলো কবিতা ক্যাফে (২য় তলা) কাঁটাবন মোড়, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকায়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিচারপতি এস এম মজিবুর রহমান হাইকোর্ট ডিভিশন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লায়ন শারমিন সেলিম তুলি চেয়ারম্যান আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন। বিশেষ অতিথি এএসএম নজিবুল আকবর মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজসেবক।মোহাম্মদ আবু মুসা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক। ডা: সামিনা আরিফ সহযোগী অধ্যাপক, উপাধ্যক্ষ ফেডারেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। হাসিনা আনছার ওনার অফ নাহার কুকিং ওয়ার্ল্ড। সভাপতিত্ব করবেন: ড. মহ: শেখ রেজাউল ইসলাম অতিরিক্ত সচিব বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং সভাপতি সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন।
অনুষ্ঠান পরিচালনায়: মোঃ মাসুদ রানা প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বাংলার বীর ফাউন্ডেশন ও সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন।অনুষ্ঠানে মিডিয়া পার্টনার বীর বাংলা টিভি।
উক্ত অনুষ্ঠানে ৩০ জন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা নারী পুরস্কার -২০২৩ প্রদান করা হয়।

0 মন্তব্যসমূহ