Breaking News

বীর ডিজিটাল পয়েন্ট সেরা নারী পুরস্কার ২০২৩ এ ভূষিত হন ডা.সামিনা আরিফ

শিক্ষা ও হোমিও চিকিৎসায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বীর ডিজিটাল পয়েন্ট সেরা নারী পুরুষ্কার ২০২৩ এর ভূষিত হন ডাক্তার সামিনা আরিফ।

বীর ডিজিটাল পয়েন্ট সেরা নারী পুরস্কার ২০২৩ এ ভূষিত হন ডা.সামিনা আরিফ


নিজস্ব প্রতিবেদক

সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন ও বাংলার বীর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে বীর ডিজিটাল পয়েন্ট সেরা নারী পুরস্কার ‌-২০২৩ প্রদান অনুষ্ঠান গত ৬ই মার্চ রোজ সোমবার বিকাল ৪:৩০টায় অনুষ্ঠিত হলো কবিতা ক্যাফে (২য় তলা) কাঁটাবন মোড়, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকায়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিচারপতি এস এম মজিবুর রহমান হাইকোর্ট ডিভিশন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লায়ন শারমিন সেলিম তুলি চেয়ারম্যান আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন। বিশেষ অতিথি এএসএম নজিবুল আকবর মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজসেবক।মোহাম্মদ আবু মুসা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক। ডা: সামিনা আরিফ সহযোগী অধ্যাপক, উপাধ্যক্ষ ফেডারেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। হাসিনা আনছার ওনার অফ নাহার কুকিং ওয়ার্ল্ড। সভাপতিত্ব করবেন: ড. মহ: শেখ রেজাউল ইসলাম অতিরিক্ত সচিব বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং সভাপতি সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন।
 
অনুষ্ঠান পরিচালনায়: মোঃ মাসুদ রানা প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বাংলার বীর ফাউন্ডেশন ও সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে ডাক্তার সামিনা আরিফ বলেন এই সুন্দর মিলন মেলায় উপস্থিত প্রধান অতিথি,উদ্বোধক, প্রধান আলোচক, বিশেষ অতিথিগণ, সভাপতি ও অনুষ্ঠান পরিচালক সহ উপস্থিত সুধীবৃন্দ আসসালামুয়ালাইকুম।৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ এর প্রতিপাদ্য -----Digital innovation and technology for gender equality.অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন। বাংলার উর্বর মাটিতে ফসল ফলানো থেকে বাংলার মুক্ত আকাশ এ উড়ছে নারীরা। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নারী, বিরোধীদলীয় নেত্রী নারী,স্পীকার নারী, সচিব,বিচারক,ডাক্তার, ইন্জিনিয়ার,সশস্ত্র বাহিনী সহ অনেক গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন নারীরা।নারীরা আজ সফল। কিন্তু প্রতিটি নারীর সফলতার পেছনে থাকে এক একটি হৃদয় বিদারক গল্প। পরিবারে কেন্দ্র বিন্দুতে থাকা নারীদের সাফল্যের শীর্ষে আসতে পাড়ি দিতে হয় উঁচু নীচু অনেক পথ। নারীরা বিশ্বাস করেন Life is so difficult but life is beautiful.সফল পুরুষের জীবনে যেমন নারীর অবদান আছে তেমনি একজন নারীর জীবনে ও পুরুষের অবদান অত্যাবশ্যক। নারী ও পুরুষের মধ্যে কোন অসুস্থ প্রতিযোগিতা আমাদের কাম্য না বরং মানুষ হিসাবে নারী-পুরুষের উভয়ের সম্মিলিত চেষ্টায় আমরা একটি সুস্থ বাসযোগ্য উন্নয়নশীল দেশ চাই। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিবেদন বা প্রচারিত অনুষ্ঠানগুলো আমাকে খুব ই অনুপ্রাণিত করে। একদিকে তিনি যেমন অত্যন্ত বিচক্ষণতার সাথে দেশ পরিচালনা করছেন, তেমনি তিনি মমতাময়ী মা,আদর ভালোবাসায় ভরা একটি বোন । অন্যদিকে তাঁর রাজনৈতিক পরিমণ্ডলে সহকর্মীদের কাছে খুবই প্রানবন্ত ও শ্রদ্ধাশীল ব্যক্তিত্ব । শুধু তাই না কৃষি, গবাদি পশু পালন, বাগান করা কোন কিছুই তাঁর হাতের ছোঁয়ার বাইরে নয়। মাননীয় প্রধানমন্ত্রী নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে যুগান্তকারী পদক্ষেপ গ্ৰহন করেছেন। নারীদের দিয়েছেন যোগ্য সম্মান। পাসপোর্টে মায়ের নাম লিপিবদ্ধ করন,স্থানীয় সরকার এ নারীদের প্রতিনিধিত্ব করণ, বিধবা ভাতা,ল্যাকটেটিং মায়েদের ভাতা,নারী শিক্ষায় ব্যাপক অগ্ৰগতি, ছয়মাস স্ববেতনে মাতৃত্বকালীন ছুটি , নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং সুবিধা নিশ্চিত করন সহ বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন বর্তমান সরকার। তিনি আরো বলেন কিন্তু দুঃখের বিষয় নারীরা এখনো সামাজিক বৈষম্য নির্যাতন এর শিকার। তাই ডাঃ সামিনা আরিফ পরামর্শ দেন কঠোর আইনের পাশাপাশি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গুলোতে মাদকাসক্তি সহ মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা মূলক কার্যক্রম গ্রহণ করা এখন সময়ের দাবি। তাহলে পারিবারিক সহিংসতা অনেক কমে যাবে এবং সামাজিক অবক্ষয় থেকে বাঁচবে জাতি ও দেশ। মাননীয় প্রধানমন্ত্রীর কন‌্যা সায়মা ওয়াজেদ পুতুল,Advisor Suchona Foundation তিনি বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে নারীদের ক্যারিয়ার গঠনে পরামর্শ দেন। আমি মনে করি নারীদের স্বনির্ভর করতে এবং smart বাংলাদেশ গড়তে এর বিকল্প কিছু নেই। সবশেষে তিনি বলেন নারীদের পথ চলা হোক সুন্দর ও গর্বের। নারী ও পুরুষ উভয়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার বীর বাংলা টিভি

উক্ত অনুষ্ঠানে ৩০ জন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা নারী পুরস্কার ‌-২০২৩ প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ